মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেমন গার্ডেন রিসোর্টে ৩ সহযোগী ধারা এক পর্যটককে হত্যা করে যে প্রাইভেট কার যোগে পালিয়েছিল সেই প্রাইভেট কারটি রাজধানীর গুলশান এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। খুনের ঘটনায় জড়িত সন্দেহে শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়নের কাকিয়াছড়া এলাকার কাশিনাথ ঘোষ এর ছেলে শান্ত ঘোষ (২৪) কে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
বুধবার (৩০ আগস্ট) শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল আসামীদের ধরতে ঢাকা গুলশান এলাকায় ৪৩/ এ রোডে ১১৬ মামেন্টু হাউজে অভিযান চালায়। এ সময় ১০ তলা বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর থেকে ঢাকা মেট্রো-গ ২২-৯১৫৬ রেজিষ্ট্রেশন নাম্বারের সাদা রং এর একটি এক্সজিও জি করোলা কার উদ্ধার করা হয়। এ ঘটনায় উপজেলার কাকিয়াছড়া এলাকার কাশিনাথ ঘোষের ছেলে শান্ত ঘোষ (২৪) কে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত শান্ত ঘোষ পুলিশের জিজ্ঞাসাবাদে অনেক তথ্য দিয়েছে বলে পুলিশ জানায়। মূল আসামিদের গ্রেপ্তার হলে খুনের রহস্য জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, গত শনিবার ২৫ আগস্ট রাতে উপজেলার ডলুবাড়ি এলাকায় লেমন গার্ডেন রিসোর্টে অন্য তিন বন্ধুর হাতে নির্মমভাবে নিহত হন নরসিংদী জেলার রায়পুর উপজেলার হাটু ভাঙ্গা এলাকার কামরুজ্জামান এর ছেলে শরীফুল ইসলাম (৪১)। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।