শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিশেষ সেবা প্রদান

সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পুলিশ সদস্য ও তাদের পরিবারকে বিশেষ স্বাস্হ্যসেবা প্রদান করা হয়েছে।

জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জেলার সার্বিক নিরাপত্তা বিধানে জেলা পুলিশ সিলেট নিরলস ভাবে কাজ করে যাওয়া পুলিশ সদস্যদের সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যে জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে এই উদ্যোগ নেওয়া হয়।

গত ২৬ আগস্ট, ২০২৩ ভারতের দিল্লী থেকে আগত গাইনোকোলজি, অর্থোপেডিক ও কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দিনব্যাপী বিশেষ ক্যাম্প পরিচালনা করা হয়। এ সময় সিলেট বিভাগের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা গ্রহণ করেন।

পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে গাইনী চিকিৎসা নিয়েছেন ১৭৭ জন, অর্থোপেডিক বিষয়ে চিকিৎসা নিয়েছেন ২০০ জন এবং কার্ডিওলজি বিষয়ে চিকিৎসা নিয়েছেন ৯৬ জন।

সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল এএসপি (ডিএসবি) মোঃ সম্রাট তালুকদার পুলিশ সদস্য ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে জেলা পুলিশের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  স্বকীয়তা হারাচ্ছে চলনবিল এলাকার জলাশয়

সংবাদটি শেয়ার করুন