শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

টানা বর্ষনে বেকায়দায় ফেনীর শ্রমজীবী মানুষ

চরম বর্ষনের ফলে গ্রামাঞ্চলের মানুষের জীবন প্রবাহ নিয়ে বিপাকে পড়েছেন। শুক্রবার ২৫ই আগস্ট বিকাল হতে এ বর্ষন আরম্ভ হয়। থেমে থেমে সৃষ্টি হওয়া বর্ষনের প্রভাবে কাজ করতে পারচে না সাধারণ শ্রমজীবীরা। ফেনী

চরম বর্ষনের ফলে গ্রামাঞ্চলের মানুষের জীবন প্রবাহ নিয়ে বিপাকে পড়েছেন। শুক্রবার ২৫ই আগস্ট বিকাল হতে এ বর্ষন আরম্ভ হয়। থেমে থেমে সৃষ্টি হওয়া বর্ষনের প্রভাবে কাজ করতে পারচে না সাধারণ শ্রমজীবীরা। ফেনী সদরের স্থানীয় বাজার সমূহ ঘুরে দেখা যায় বাজারে বেচাকেনা ও কম।

যেমন লেমুয়ায় বৃষ্টির প্রভাবে দোকানপাটে মানুষ কম। ফরহাদনগরের খাইয়ারা বাজারে কেবল অতি প্রয়োজন ছাড়া বের হচ্চে না কেউ। আজ শনিবার আগস্ট সকাল হতে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে কখনো ঝড়ো বাতাস সহ চলচে বর্ষন।এবার টানা বর্ষনে কৃষকের মুখে প্রথমে হাসি থাকলে ও বর্তমানে দুশিন্তায় সময় কাটাচ্ছে। অনেক জমিনের বোনা ধান বীজ নুইয়ে পড়েছে। বৃষ্টিতে সাপের উপদ্রব বেড়েছে।

ফাজিলপুর বাজারের কাঠ মিস্ত্রী ধনক ফরাজী জানান’ বৃষ্টিতে কাজে যেতে পারচি না।সপ্তাহের মঙ্গলবার ঋনের টাকা পরিশোধ করতে হয়।স্থানীয়’ আশা’ এনজিওর কর্মীরা বাড়িতেও হানা দেয় টাকার জন্য। টাকা না পেলে অকথ্য ভাষায় গালাগাল করে। এখন সপ্তাহের প্রথম দুদিন কাজ করতে পারচি না। এভাবে চলতে থাকলে আমরা না খেয়ে মরবো।

বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে কোচিং সেন্টারের শিক্ষক ও শিক্ষার্থীরা।শনিবার স্কুল বন্ধ থাকলেও অনেকে প্রাইভেট পড়েন।বৃষ্টির বর্ষনে তারা কোচিং কিংবা প্রাইভেটে যেতে পারচেন না।টানা বর্ষনের প্রভাবে পিচ ঢালা রাস্তা খানাখন্দের প্রভাব সৃষ্টি হয়েছে।এ নিয়ে মনোস্তুষ্ঠ লেমুয়া-মমতাজ মিয়া সড়কের যাত্রীরা।টানা বর্ষনের প্রভাবে ভাল নেই সিএনজি ও টম টম চালকরা।যাত্রী হীন হয়েছে অনেকে।

ফেনীর ভালুকিয়ার রাজমিস্ত্রী মুজাহিদ জাবের জানান” শুক্রবার বিকালের বৃষ্টি ও ঠিক ছিল।কিন্তু আজ সারাদিন বৃষ্টির ফলে কাজে যেতে পারি নি।ফলে আজকের বেতন বন্ধ। ”

আরও পড়ুনঃ  শীতের রাজ্যে বৃষ্টির হানা

বৃষ্টির প্রভাবে জেলে পাড়ায় খুশির আমেজ।জাল সেলাই করেই নামচে নদীতে। ধরচে রুই কাতলা,আর ছোট মাছ।
বিভিন্ন সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে।গাছের গুটি গুটি বৃষ্টির প্রভাবে এর কারন বলে দায়ী করচেন অনেকে।
বৃষ্টির প্রভাবে মুরগির দাম বৃদ্ধি করেছে খামারিরা।১৬০ টাকার মুরগী এখন ১৮০ টাকা ধরে বিক্রি হচ্ছে।

ফেনীর সিও অফিস সংলগ্ন আবহাওয়া অফিস সূত্রে জানায়’ ৫ জেলায় মাঝারি হতে ভারী বৃষ্টি পাত হচ্ছে। বৃষ্টির প্রভাব রবিবার বিকাল পর্যন্ত। সোমবার হতে আকাশ পরিষ্কার হবে।তবে সামান্য বৃষ্টি হবে। মঙ্গলবার হতে রোদ উঠার সম্ভাবনা রয়েছে । বুধবারে রোদ উঠতে পারে।”

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন