ফেনীর দাগনভূঞা উপজেলার সিআর সাজা প্রাপ্ত ২১ বছর আত্মগোপনে থাকা আসামী কামাল উদ্দিন(৬০),কে ঢকায় অভিযান পরিচালনা করে সঙ্গীয় ৫জনকে গ্রেফতার করেছেন পুলিশ।
থানা সূত্রে জানা যায়, সিআর পয়োয়াভুক্ত আসামী কালাম উদ্দিন,পিতা-মৃত বদলের রহামন,গ্রাম-ইয়াকুবপুর, থানা-দাগনভূঞা,জেলা-ফেনী, একই থানার সাইদুল হক, পিতা-আজিজুর হক,গ্রাম-মাছিমপুর, সাইফুল ইসলাম, পিতা-ইমাম আলী, গ্রাম-ইয়ারপুর,থানা-সেনবাগ, জেলা-নোয়খালী, মোহাম্মদ মিলন,পিতা-জাহাঙ্গীর আলম, গ্রাম-দূর্গাপুর, থানা-বেগমগঞ্জ,জেলা-নোয়াখালী, রাশেদা আক্তার,পিতা-ইলিয়াস সওদাগর,গ্রাম-মাইটভাঙ্গা,থানা-স›দ্বীপ,জেলা-চট্রগ্রামদের বিশেষ অভিযান পরিচলানা করে একটি নকল স্বর্ণ বার ও প্রতারনার কাজে ব্যবহার করা সিএনজি অটোরিক্সসহ গ্রেফতার করা হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ও জানান তিনি।
আনন্দবাজার/শহক