শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পত্নীতলায় পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় মা ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য টেকসই পুষ্টি নিশ্চিত করণ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৩ আগষ্ট ) দুপুরে পত্নীতলায উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা পরিবার ও পরিবার কর্মকর্তা ডা. এস এম খালিদ সাইফুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পপত্নীতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, পত্নীতলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রোমানা আফরোজ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর উপ-পরিচালক জমিরুল ইসলাম, নজিপুর পৌর মেয়র আলহাজ্ব রেজাউল কবীর চৌধুরী, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মো: মিজানুর রহমান, আঞ্চলিক সমন্বয়কারী মো: আছির উদ্দীন, পত্নীতলায় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা প্রমূখ।

কর্মশালায় প্রধান অতিথি নওগাঁ জেলা সিভিল সার্জন আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার বলেন, মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। কোন খাবারে কি পরিমানে পুষ্টি আছে এবং কখন কোন খাবার খাবার খাওয়া প্রয়োজন এ বিষয়টি প্রচারণার মধ্য দিয়েই পুষ্টির নিশ্চয়তা করতে হবে।

কর্মশালার শেষে মা ও শিশুদের মাঝে মাতৃকোনা ও পুষ্টি কোনা বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  গাজীপুরে গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদটি শেয়ার করুন