ঢাকা | বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পানছড়িতে দুঃস্থদের সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি পানছড়ি উপজেলার পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন এলাকার সেলাই কাজ জানা বেকার মহিলা, গরীব শিক্ষার্থী, অসহায়-দুঃস্থ ও পানছড়ি ফুটবল একাডেমির মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

আজ বুধবার (২৩ আগষ্ট) দুপুর ৩টায় লোগাং জোন সদর দপ্তরে এসব সামগ্রী হাতে তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল আরিফুল ইসলাম।

খাগড়াছড়ি সরকারী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সাদিয়া ফারহানা আর্থিক সহায়তা পেয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।

সেলাই কাজ প্রশিক্ষণ প্রাপ্ত শনখোলা এলাকার বেকার সাকি চাকমা বলেন, আজ বিজিবি আমাকে সেলাই মেশিন দিয়েছে। বেকারত্ব দূর করে নিজেই সংসারের হাল ধরতে চেষ্টা করব।

পানছড়ি ফুটবল একাডেমির রিয়াজ, ছোটন, কাউছার বলেন, বিজিবি জোন অধিনায়ক মহোদয় আমাদেরকে খেলাধুলার সামগ্রী দিয়েছেন একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন জানায়।

সংবাদটি শেয়ার করুন