অস্ট্রেলিয়ায় মারাত্মক দাবানল দেশটির বিস্তীর্ণ অঞ্চলে জুড়ে ক্রমশ ছড়িয়ে পড়ছে। প্রায় মাস ব্যাপি চলতে থাকা দাবানলে এখন পর্যন্ত প্রায় দুই হাজার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তবে কিছুদিন আগে আবহাওয়ার অবস্থা কিছুটা ভালো হওয়ায় যোগাযোগ ব্যবস্থাসহ সবকিছু সচল করার কাজে গতি বাড়িয়েছে দেশটির কর্মীরা ।
কিন্তু ভয়ের বিষয় হচ্ছে আগামী শুক্রবার থেকে তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে দেশটির সরকার। অপরদিকে দাবানলের কারণে বিশাল অঙ্কের ক্ষতি হতে পারে বলে জানিয়েছে বেশ কিছু কোম্পানি।
এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার দাবানলে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সময়ের মধ্যে এটিকে ভয়াবহ দাবানল হিসেবে অভিহিত করা হচ্ছে। সেখানে তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে এবং খরার মাত্রাও বেড়েছে। গতকাল মঙ্গলবার নিউ সাউথ ওয়েলস রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানকার অন্তত এক হাজার ৫৮৮টি বাড়ি পুরোপুরি পুড়ে গেছে। তাছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৫৩টি।
ইন্স্যুরেন্স কাউন্সিল অব অস্ট্রেলিয়া জানিয়েছে, দাবানলের কারণে প্রায় ৭০ কোটি অস্ট্রেলিয়ান ডলার বা ৪৮ কোটি ৮৫ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ ক্ষতিপূরণ বিল আসতে পারে। তাছাড়া এ খরচ আরও বৃদ্ধির শঙ্কা রয়েছেন ব্যবসায়ীরা।
অন্যদিকে অস্ট্রেলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান লোকসান হওয়ার শঙ্কা প্রকাশ করেছে দেশটির সরকার। ইতিমধ্যে পর্যটন এলাকাগুলোতে অনেক রিসোর্ট বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বিমা দাবির হারও ক্রমেই বাড়ছে। গত নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার ৮৫০টি বিমা দাবি এসেছে। এতে ৩৭ কোটি ৫০ লাখ অস্ট্রেলিয়ান ডলার লোকসানের আশঙ্কা করছে বিমা কোম্পানিগুলো। এখনও অনেক অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় লোকসানের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা।
আনন্দবাজার/এফআইবি