ঢাকা | শুক্রবার
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় শ্রদ্ধাভারে জাতীয় শোক দিবস পালিত

পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ৮:৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে শোক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেয় সকল সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ।

সকাল ৯টায় শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়ামে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা প্রমূখ।

বাদ জোহর ১৫ আগষ্ট নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় মসজিদে দোয়া মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্দোগে শোক দিবসের আলোচনা সভা, শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব এমপি। এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে ১টি করে বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করেন।

এছাড়া ১৫ আগষ্ট উপলক্ষে মাসব্যাপী আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিট।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন