শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে শ্রদ্ধাভারে জাতীয় শোক দিবস পালিত

ঈশ্বরদীতে শ্রদ্ধাভারে জাতীয় শোক দিবস পালিত

ঈশ্বরদীতে শ্রদ্ধাভারে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরদী উপজেলা শাখা, সহযোগী অঙ্গসংগঠন, ঈশ্বরদী প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন অত্যন্ত শ্রদ্ধাভারে দিবসটি পালন করেছে।

ঈশ্বরদী ফকিরের বটতলাস্থ আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করেন পাবনা ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) সাংসদ বীর মুক্তিযোদ্ধা জনাব মো. নূরুজ্জামান বিশ্বাস।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌরপিতা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোস্তফা চান্না মন্ডল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরিফ, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, যুবলীগ নেতা শিরহান শরীফ তমাল, দোলন বিশ্বাস, মুরাদ আলী মালিথা, জেলা পরিষদ সদস্য রতন মহলদার, আতিয়া ফেরদৌস কাকলী, বীর মুক্তিযোদ্ধা আ ত ম নাসিম, সাবেক জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস, উপজেলা মহিলা যুবলীগের নেতৃবৃন্দ, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন মল্লিকসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  হুথিদের হাত থেকে মুক্তি পাচ্ছেন ৫ বাংলাদেশি

সংবাদটি শেয়ার করুন