শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ধোলাইখালে ছররা গুলিতে আহত ৬

ধোলাইখালে ছররা গুলিতে আহত ৬

ধোলাইখালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ছোঁড়া ছররা গুলিতে আহত হয়েছেন ৬ জন। সোমবার (২৯ জুলাই) তারা দুপুর সাড়ে ১২টার দিকে তাদেরকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতরা হলেন, ছাত্রদলের কেন্দ্রীয় নাট্য বিষয়ক সম্পাদক এনামুল হক, কলাবাগান থানা ছাত্রদলের সভাপতি জাকিরুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সহসভাপতি মহিউদ্দিন রুবেল, কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির ও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওবায়দুল হক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ধোলাইখাল থেকে ৬ জন হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরে পুলিশের ছররা গুলি রয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। পাল্টা ইটপাটকেল ছোড়েন অবস্থানকারীরা। এতে কিছুটা পিছু হটে পুলিশ। তবে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। পরে সংঘর্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। পরে গয়েশ্বর ও বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদকে আটক করেছে পুলিশ

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন গাফ্‌ফার চৌধুরী

সংবাদটি শেয়ার করুন