‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে গত ২৪জুলাই থেকে আগামী ৩০জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে সকাল ১১টায় জয়পুরহাট কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জয়পুরহাট জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- জেলা প্রশাসক সালেহীন গাজী । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম সোলায়মান আলী, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্ডল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক রাহেলা পারভিন, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন ও সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু ।
এ অনুষ্ঠানে সফল দুজন মৎস্য চাষী ও একজন মৎস্যজীবী সমবায়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।