শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে র‌্যালি

আতঙ্ক নয়, জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিনঃ ঢাকা সিভিল সার্জন

ঢাকা জেলার সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেছেন, জ্বর হলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।  ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এডিস মশা নিধনের পাশাপাশি সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ৬ জুলাই জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

র‌্যালি শেষে সেখানে উপস্থিত জনতার মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নানা ধরনের পরামর্শ উল্লেখ করা ছিল।

‘বাড়ি ও বাড়ির চারপাশ মশামুক্ত রাখি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি’ স্লোগানে র‌্যালিতে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ ইয়াসমিন নাহার, মেডিকেল অফিসার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ মহসিন মিয়া প্রমুখ।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ দিনের লকডাউন ঘোষণা

সংবাদটি শেয়ার করুন