শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাউফলে গোয়াল ঘরে আগুন দিয়ে ৬ গরু পুড়িয়ে মারল দুর্বৃত্তরা

বাউফলে গোয়াল ঘরে আগুন দিয়ে ৬ গরু পুড়িয়ে মারল দুর্বৃত্তরা

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামের মো. চুন্নু মুন্সির গোয়াল ঘরে দুর্বৃত্তরা রাতের আঁধারে পেট্রোল দিয়ে আগুন দিয়ে ৬টি গরু পুড়িয়ে মেরেছে।গরুগুলোর বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। বুধবার (১৪ জুন) দিবাগত রাত আড়াইটায় এ ঘটনা ঘটে।

গরুর মালিক চুন্নু মুন্সি জানান, ঘোয়াল ঘরটিতে মোট আটটি গরু ছিল। প্রতিদিনের ন্যায় তিনি গরুগুলোকে খড়কুটা ও ভুসি দিয়ে ঘরে ঘুমাতে জান। রাত আড়াইটার দিকে তার চাচাতো ভাই ওহাব মুন্সী (৫০) প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে নামলে তিনি ঘোয়ালে ঘরে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার দিলে বাড়ির লোকজন জড়ো হয়ে আগুন নিভানোর চেষ্টা করে।ততক্ষণে ঘোয়াল ঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। আগুনের তীব্রতায় ২টি গরু রশি ছিড়ে ঘোয়াল ঘর থেকে বেড়িয়ে গেলেও দুইটি বলদ, দুইটি গাভীন গরু ও দুইটি বাচ্চা গরু আগুনে পুড়ে মারা যায়।গরুগুলোর মূল্য প্রায় ছয় লাখ টাকা।আগুনে ঘোয়াল ঘরের পাশে থাকা হাঁস মুরগির ঘরটি আগুনে পুড়ে যায়। এতে ৪০-৫০টি হাঁস মুরগি দগ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় তিনি কাউকে সন্দেহ করছেন না।

এ ব্যাপারে বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা। বোবা প্রাণির সঙ্গে কেউ এ রকম শত্রুতা করে?’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আরিচুল হক বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। বগা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।’

আরও পড়ুনঃ  অ্যান্টিবায়োটিকের লেভেলে থাকবে লাল চিহ্ন

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন