ঢাকা | মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে রমজান উপলক্ষে বাজার মনিটরিং সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ,ভেজাল ও ক্ষতিকর খাদ্য সরবরাহ,মজুদ ও বিক্রি বন্ধ এবং রমজানের পবিত্রতা রক্ষা সহ বাজার মনিটরিং সংক্রান্ত এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাটে আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ,ভেজাল ও ক্ষতিকর খাদ্য সরবরাহ,মজুদ ও বিক্রি বন্ধ এবং রমজানের পবিত্রতা রক্ষা সহ বাজার মনিটরিং সংক্রান্ত এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ (বুধবার) সকালে জয়পুরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা শামছুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন , জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মাহফুজুর রহমান ও সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু সাখাওয়াত হোসেন বিপু সহ অন্যান্যরা।

সভায় জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি, জেলা হোটেল রেস্তোরাঁ সমিতির প্রতিনিধি রাজনীতিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন