ঢাকা | মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মা হারালেন আরটিভির টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেন

আরটিভির টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেন ও ঘাটাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুম মিয়ার মা খালেদা বেগম ইন্তেকাল করেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর।

রবিবার রাত পৌনে তিনটার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নিজ গ্রাম এনায়েত বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুগগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর জানাযা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। ঘাটাইল উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবুসহ

খালেদা বেগমের মৃত্যুতে টাঙ্গাইল -২ আসনের সংসদ সদস্য ছোট মনির, টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন