শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
গুলিস্তানে ভবন বিস্ফোরণ

তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান

গুলিস্তানে ভবন বিস্ফোরণ

রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজারের ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তৃতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চলছে। তবে নতুন করে কাউকে উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি। এই ঘটনায় এখন পর্যন্ত ২০ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছে ১৫০ জনের উপরে।

মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ভবনের নিচতলায় একটি স্যানিটারি সামগ্রীর দোকান, অন্য তলায় ব্র্যাক ব্যাংকের অফিস এবং সংলগ্ন একটি সাততলা ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো ভবন ধসে পড়েনি।

এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপ-অতিরিক্ত পরিচালক শাহজাহান শিকদার জানান, কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  সংঘাত নয় শান্তি চাই: প্রধানমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন