শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জয়পুরহাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন- এ প্রতিপাদ্যে
জয়পুরহাটে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (আজ) সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- (এলজিইডি) ও এডাব এর উদ্যোগে- জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পৃথক শোভাযাত্রা বের হয়ে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে মোহাম্মদ মজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক- হাসনা জাহানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্ডল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মিম আজিজ সাজ ও সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ভাঙা কালভার্টে যান চলাচলে ঝুঁকি

সংবাদটি শেয়ার করুন