ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫ম জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ (বৃহস্পতিবার) ১০টায় জয়পুরহাট জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে- জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শুভযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষের শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হলে বর্ণিল বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।
পরে জয়পুরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার কেএএম মামুন খান চিশতী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু প্রমুখ।
অনুষ্ঠানের শেষে কয়েকজন নতুন ভোটারের হাতে স্মার্ট কার্ড (ভোটার স্মার্ট কার্ড) প্রদান করা হয় ।
আনন্দবাজার/শহক