বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

১৯ বছর পর দুই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

দুই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আরিফ হোসেন সিকদারকে ১৯ বছর পর গ্রেফতার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ ।

সোমবার ২৯ ফেব্রুয়ারি সকালে ঢাকায় মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম এর নির্দেশে এস আই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে।

জানা গেছে, সাজাপ্রাপ্ত ওই আসামীর নাম মো. আরিফ হোসেন সিকদার । তিনি নিজের নাম ও বাবার নাম পরিবর্তন করে দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। গ্রেফতারকৃত মো. আরিফ সিকদার মেহেন্দিগঞ্জ পৌরসভার অম্বিকাপুর ওয়ার্ডের আবুল কালাম সিকদারের ছেলে।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বছর পরে ঢাকা থেকে গ্রেফতারের পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৪৫১/২০০৫, এবং এমপি নং-২২৩/২০০৫ ধর্ষণ মামলা রয়েছে।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচার ট্রাইব্রনাল-দুটি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ৮৫০ টন ডালসহ দুর্ঘটনার কবলে জাহাজ

সংবাদটি শেয়ার করুন