শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী জুয়েল হোসেনের মৃত্যুদণ্ড

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী জুয়েল হোসেনের মৃত্যুদণ্ড

জয়পুরহাটে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী লাইলী বেগমকে হত্যার দায়ে স্বামী জুয়েল হোসেনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ড প্রাপ্ত জুয়েল হোসেন ক্ষেতলাল উপজেলার রসুলপুর দাহাড়পুকুর এলাকার আঃ জলিলের ছেলে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার বাবা জলিল ও মা লিলি বেগমকে মামলা থেকে খালাস দেন আদালত।

মামলার বিবরণে জানা গেছে, দণ্ড প্রাপ্ত জুয়েল সাংসারিক জীবনে লাইলী বেগমকে যৌতুকের দাবিতে প্রায়শই নির্যাতন করতো। ঘটনার সময় ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন লাইলী। ২০০৭ সালের ২৩ জুলাই রাতে জুয়েল তার স্ত্রীকে মারপিট করে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন বাদী হয়ে নিহতের বোন রাবেয়া খাতুন তিনজনের নামে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলার দীর্ঘ শুনানি শেষে স্বামীর বিরুদ্ধে স্ত্রী ও গর্ভে থাকা ৭ মাসের সন্তানকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামীর বাবা ও মাকে মামলা থেকে খালাস দেওয়া হয়।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  করোনার আড়ালে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

সংবাদটি শেয়ার করুন