শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত

জয়পুরহাটে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত

‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার জয়পুরহাট জেলায় নানা আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান ব্যুরোর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দীন জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটার গোলাম হক্কানী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন ,সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু, সহকারি অধ্যাপক তৌফিকুর রহমান,জেলা পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপপরিচালক নুরুল ইসলাম, সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা নন্দলাল পারশি প্রমুখ।

সভার শুরুতে জেলা পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর সার্বিক কার্যক্রমে ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  জয়পুরহাটের ৩ উপজেলায় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

সংবাদটি শেয়ার করুন