শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাখাওয়াত হোসেনের বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধান বিচারপতি

অমর একুশে বই মেলায় প্রকাশিত কবি মো. সাখাওয়াত হোসেনের প্রথম বই কলমের কথা-র মোড়ক উন্মোচন করলেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সোমবার ২০শে ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রীম কোর্টে তিনি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মোঃ নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম, বিচারপতি মোঃ আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন।


বইটির প্রকাশক খ্যাতিমান প্রকাশনা সহজ প্রকাশ এবং বইটি একুশে বই মেলায় পরিবেশনা করছে গ্রন্থরাজ্য প্রকাশনী।


মো. সাখাওয়াত হোসেন তার “কলমের কথা” কবিতার বইটিতে জীবনের অতীত স্মৃতি, বাস্তব অভিজ্ঞতা, সমাজের অসংগতি, পাওয়া না পাওয়া, হাসি কান্না, দুঃখ- ক্লেদ আর জয় পরাজয়ের কথা তিনি তার কবিতায় তুলে ধরেছেন।

মো. সাখাওয়াত হোসেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের ফটোগ্রাফার হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সমতা থিয়েটারের এবং কারক নাট্য সম্প্রদায়ের নাট্যকর্মী। তার জন্ম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা গ্রামে।


“কলমের কথা” কবিতার বইটি পাওয়া যাচ্ছে এবারের অমর একুশে বইমেলায় গ্রন্থরাজ্য প্রকাশনীর ৪৩৩, ৪৩৪ নম্বর স্টলে।

এছাড়া রকমারিডটকম-এ (www.rokomari.com/book/285299/kolomer-katha) পাওয়া যাচ্ছে।










Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ম্যালেরিয়ার ওষুধ কাজ করবে করোনা ঠেকাতে : যুক্তরাষ্ট্র

সংবাদটি শেয়ার করুন