শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

লোহাগাড়া থেকে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার

একটি ৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের লোহাগাড়া লোকালয় থেকে। আজ সোমবার দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মগদিঘীর পাড় এলাকার একটি বিল থেকে সাপটি উদ্ধার করে স্থানায়ীরা।

স্থানীয় বাসিন্দা নুরুল করিম বলেন, “ওই এলাকার এক কৃষক সাপটিকে বিলে দেখতে পায়। পরে তিনি এলাকাবাসীকে খবর দেন। সাপ ধরার খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। উৎসুক জনতা ভিড় করে এক পলক সাপটিকে দেখতে। পুলিশে খবর দেওয়া হলে, পরে পুলিশ ও বন বিভাগের লোকজন এসে সাপটিকে সংরক্ষণের দায়িত্ব নেয়।”

এই বিষয়ে চুনতি অভয়ারণ্যের বিট কর্মকর্তা এটিএম গোলাম কিবরিয়া বলেন, ‘সাপটির ওজন প্রায় ১০ কেজি মতো হবে এবং লম্বায় ৮ ফুট। পরবর্তীতে চুনতি অভয়ারণ্যে বনে অবমুক্ত করা হবে সাপটিকে।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির নেশভোজে সুলতান

সংবাদটি শেয়ার করুন