‘বাংলা ইশারা ভাষা প্রচলন বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন’ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার জয়পুরহাটে নানা কর্মসূচিতে জাতীয় ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা অধিদফতর উপ-পরিচালক ইমাম হাসিমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ আনোয়ার পারভেজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি গোলাম হক্কানী, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা আল ইমরান, এসো এনজিও’র নির্বাহী পরিচালক মতিনুর রহমান মতিন, এনজিও সংগঠক ড.সাজ্জাদুল বারী প্রমুখ।
আনন্দবাজার/কআ