ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন ও আধুনিকায়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার

শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন ও আধুনিকায়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে দেশ। এই লক্ষে শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে নানা পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। যা ইতিমধ্যে আলোর মুখ দেখতে শুরু করেছে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট স্টেডিয়াম মাঠে ‘তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক বিশাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হুইপ স্বপন এসময় প্রতীকী কাঠগড়ায় দাড়িয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বপন বলেন, তোমরা আগামীর ভবিষ্যৎ। আমাদের অনেকের বয়স হয়েছে। আমরা যেখান থেকে শেষ করবো তোমরা সেখান থেকে শুরু করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

স্বপন বলেন, আওয়ামী লীগ সরকার দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের সমস্যা রয়েছে সেসব সমস্যাও দ্রুত সমাধান করা হবে।

জয়পুরিয়ান ট্রাস্টের আয়োজনে জেলা ছাত্রলীগের সহযোগিতায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লক্ষীপুরের স্থানীয় সংসদ সদস্য নুর উদ্দীন চৌধুরী নয়ন, জয়পুরহাট জেলা আ.লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, নোয়াখালী জেলা আ.লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আলম সেলিম, জয়পুরহাট জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট জেলার সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী ।

সংবাদটি শেয়ার করুন