ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দুই দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে ভিন্ন ধরনের উৎযাপন

দুই দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে ভিন্ন ধরনের উৎযাপন

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতের ৩০জন মুক্তিযোদ্ধা ও ৬জন আর্মি অফিসার এবং বাংলাদেশের ২৯ জন মুক্তিযোদ্ধা ও ৬ জন আর্মি অফিসার ঢাকা ও কলকাতায় বিজয়ের ৫১তম বার্ষিকী পালন করেছে।

বাংলাদেশিরা কলকতায় ও ভারতীয়রা ঢাকায় এ উৎসব পালন করে। তাদের মধ্যে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর সিনিয়র অফিসাররা ছিলেন। যারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছেন। যুদ্ধে অংশ নিয়েছেন।

ভারতীয়রা ঢাকার ক্যান্টনমেন্টের শিখা অনির্বানে ফুল দিয়ে স্বাধীনতায় অংশ নিয়ে শহিদ হওয়া ব্যক্তিদের স্মরণ করেন। এ সময় তারা ১৯৭১ সালের স্মৃতিচারণ করেন। কেননা এটি ছিল একটি অনন্য সাধারণ ব্যাপার। উভয় দেশের সেনাবাহিনী কাঁধে কাঁধ লাগিয়ে পাকিস্তানি হানাদার ও দখলদার বিরুদ্ধে লড়াই করেছিল।

উল্লেখ্য মহান মুক্তিযোদ্ধাদের মধ্যে মিত্রবাহিনীর ১১শ সৈনিক শহিদ হন। তাদের মধ্যে ৪ জন রাশিয়ার বাকিরা সকলেই ভারতীয়।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন