শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পিআইবি’র কর্মচারীদের ক্রয় পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি)’র আয়োজনে পিআইবির ১১-১৬তম গ্রেডের কর্মচারীদের সরকারী মালামাল ক্রয় সংক্রান্ত প্রশিক্ষণ শেষ হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে পিআইবি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ। তিনি সরকারী মালমাল ক্রয়ের ক্ষেত্রে কি পদ্ধতি অনুসরণ করতে হয় এবং কিভাবে মালামাল ক্রয় করলে সরকারী অর্থের যথোপযুক্ত ব্যবহার করা যায় সেটা নিয়ে আলোচনা করেন।

জাফর ওয়াজেদ আধুনিক দরপত্র ও পূর্বের দরপত্রের মধ্যে পার্থক্য আলোচনা করেন এবং বর্তমান ডিজিটাল পদ্ধতিতে ইজিপির মাধ্যমে সহজে এবং মান ঠিক রেখে কিভাবে মালামাল ক্রয় করা যায় সে সম্পর্কে আলোচনা করেন।

পিআইবি’র মহাপরিচালক বলেন, একটি দেশের সার্বিক উন্নয়ন তখন ত্বরান্বিত হয় যখন সে দেশের সরকারী মালামাল ক্রয়ে স্বচ্ছতা থাকে এবং গুণগত মান ঠিক থাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিআইবি’র উপ-পরিচালক (প্রশাসন) মো.জাকির হোসেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বাউফলে শাওন এর খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন

সংবাদটি শেয়ার করুন