শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
সান্তাহার মুক্ত দিবস আজ----

বিহারি ঘাঁটিতে মুক্তিসেনাদের বিজয় নিশান 

বিহারি ঘাঁটিতে মুক্তিসেনাদের বিজয় নিশান 

আজ ১৪ ডিসেম্বর, বিহারি অধ্যুষিত বগুড়ার আদমদীঘির সান্তাহার রেল জংশন শহর হানাদার মুক্ত দিবস। এ দিনে বীরমুক্তিযোদ্ধারা ত্রিমুখী আক্রমণ চালিয়ে সান্তাহার শহরকে শত্রুমুক্ত করেন।

স্থানীয় বীরমুক্তিযোদ্ধারা জানান, উপজেলার সান্তাহারে বিহারির সংখ্যা বেশি হওয়ায় হানাদাররা শক্ত ঘাঁটি স্থাপন করে। সেখান থেকে তারা উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করতো। হানাদারদের পাশাপাশি সশস্ত্র বিহারিরাও বাঙালিদের উপর অত্যাচার করেছে। এতে ৯ মাস কোনো বাঙালি সেখানে প্রবেশ করতে পারেন নি। তারা বাঙালিদের পেলে নির্যাতন ও নির্বিচারে গুলি করে হত্যা করতো। একপর্যায়ে ১০ ডিসেম্বর চার শতাধিক গেরিলা মুক্তিযোদ্ধারা সান্তাহারের দক্ষিণ, উত্তর ও পূর্ব দিকে অবস্থান নিয়ে হানাদারদের ওপর হামলা চালান। এরপর রেললাইন উপড়ে ফেলে শত্রুদের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। স্বতঃস্ফূর্ত প্রতিরোধের লক্ষণ দেখে এবং পরাজয় নিশ্চিত জেনে পাকবাহিনী আর তাদের দোসররা ১৪ ডিসেম্বর সান্তাহার থেকে নওগাঁ পালিয়ে যায়। এভাবেই দীর্ঘ ৯ মাসের বজ্রকঠিন সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিকামীরা লাল-সবুজের এক টুকরো বিজয়ের পতাকা ওড়ান।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মধু সংগ্রহে ব্যস্ত মৌয়াল

সংবাদটি শেয়ার করুন