শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতু রেল প্রকল্পের ১৫টি কোচ এলো চীন থেকে

পদ্মা সেতু রেল প্রকল্পের ১৫টি কোচ এলো চীন থেকে

পদ্মা সেতু রেল প্রকল্পের জন্য চীন থেকে কেনা ১৫টি রেল কোচ দেশে এসেছে। জাহাজে আসা এসব কোচ আজ রোববার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দর থেকে রেলওয়ের ওয়ার্কসপে নেওয়া হয়েছে।

প্রথম ধাপে ১৫টি কোচ পেয়েছি। আগামী বছরের জুনের মধ্যে আমরা ১০০টি কোচ পেয়ে যাব, এমন তথ্য জানান পদ্মা সেতু রেল প্রকল্পের সিএমই তাবাচ্ছুম বিনতে ইসলাম।

চট্টগ্রাম থেকে বিশেষ ব্যবস্থা এসব কোচ সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কসপে নিয়ে যাওয়া হবে। এরপর সেগুলো ঢাকায় পাঠানো হবে। পরবর্তী এসব কোচ দিয়ে পদ্মা সেতু রেলপথে যাত্রী পরিবহন করা হবে বলেও জানান তিনি।

সেতু রেল সংযোগ প্রকল্পের অধীনে ঢাকা থেকে যশোর ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মাণ হচ্ছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৭ কোটি টাকা। এই প্রকল্পের ঠিকাদার চীনের চায়না রেলওয়ে গ্রুপ। উল্লেখ্য, পদ্মা সেতু নির্মাণ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পদ্মা সেতুতে ৩২তম স্প্যান বসছে আজ

সংবাদটি শেয়ার করুন