শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্র-ছাত্রীদের শারীরিক সক্ষমতা বাড়ানো জরুরি

ছাত্র-ছাত্রীদের শারীরিক সক্ষমতা বাড়ানো জরুরি

খিউকুশীন কারাতে বাংলাদেশ শাখার উদ্যোগে ১৯তম ব্ল্যাক বেল্ট প্রদান সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো। একই অনুষ্ঠানে বাংলাদেশে নব নিযুক্ত শাখা প্রধান সেন্সি আরিফুর রহমানকে জাপান থেকে আগত সার্টিফিকেট প্রদান করে সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি (এমপি)।

বাংলাদেশ খিউকুশীনের বিভিন্ন শাখার মোট ৮ জন শিক্ষার্তীকে ব্ল্যাক বেল্ট প্রদান করা হয়। এছাড়াও সম্মননা বেল্ট এবং সার্টিফিকেট গ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপু l

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি তার বক্তব্যে বলেন, কিয়োকুশিন কারাতে হতে পারে শারীরিক, মানসিক ও আত্মিক বিকাশের অন্যতম একটি মাধ্যম।

তিনি আরো বলেন, বর্তমানে বাচ্চাদের শরীর চর্চার চেয়ে ডিভাইসের প্রতি আসক্তি বেশি হবার কারণে অনেকেই নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। তাই তিনি চান যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ উদ্যোগে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়। তিনি নিজেও এই বেপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মার্কেটে উপচেপড়া ভিড়, বাড়ছে করোনা ঝুঁকি

সংবাদটি শেয়ার করুন