রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভোলায় বিষধর রাসেল ভাইপার উদ্ধার

ভোলার একটি সবজি ক্ষেত থেকে কিলিংমেশিন হিসেবে পরিচিত ভয়ংকর বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করেছে বন বিভাগ। বিরল প্রজাতির সাপটি উদ্ধারের পর আজ শুক্রবার দুপুরে চরফ্যাশনের চর কুকরি-মুকরির গহীনঅরণ্যে বন বিভাগের কর্মীরা সাপটিকে অবমুক্ত করে।

এর আগে বুধবার বিকেলে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের দিঘিরপার এলাকার কৃষক শফিক হোসেনের শাক-সবজি ক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়। এ নিয়ে গত এক বছরে ভোলা থেকে ৫টি রাসেল ভাইপার সাপ উদ্ধার করেছে বন বিভাগ। আক্রমণের ক্ষিপ্র গতি ও ভয়াবহ বিষের কারণে সাপটি সারা বিশ্বে কিলিংমেশিন হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানান, ৫ ফুট লম্বা ও মোটা আকৃতির অজগর সাপের মতন দেখতে সাপটি কৃষক শফিকের সবজি ক্ষেতের পাশে থাকা জালের সাথে আটকে যায়। এটি দেখে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে ভোলা সদর উপজেলা বন কর্মকতা কামরুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে সাপটি বিষধর রাসেল ভাইপার হিসেবে নিশ্চিত করে। এরপর সাপটিকে উদ্ধার করা হয়।

এ প্রজাতির সাপ দেখলে না মেরে বন বিভাগে খবর দেয়ার অনুরোধ করেছেন বন বিভাগের এই কর্মকর্তা।

আরও পড়ুনঃ  আন্তঃজেলা গণপরিবহন বন্ধ ঈদের ছুটিতেও

সংবাদটি শেয়ার করুন