শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
ট্রেনের ইঞ্জিন বিকল---

দুই ঘণ্টার ভোগান্তিতে যাত্রীরা

দুই ঘণ্টার ভোগান্তিতে যাত্রীরা

গাজীপুরের শ্রীপুরের মাইজপাড়া এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার দুই ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল শনিবার দুপুরে অপর একটি ট্রেনের ইঞ্জিনের সহায়তার ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এর আগে সকাল ১০টা ২০ মিনিটে ওই রেল পথের গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর ও কাওরাইদ রেলওয়ে স্টেশনের মাইজপাড়া এলাকায় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল বন্ধ দুই ঘন্টা বন্ধ ছিল।

শ্রীপুরের কাওরাইদ রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার আল-আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন সকাল ১০টা ২ মিনিটে কাওরাইদ রেলস্টেশন থেকে শ্রীপুর রেল স্টেশনের উদ্দেশে ছেড়ে গেলে মাইজপাড়া এলাকায় গিয়ে ১০টা ২০ মিনিটে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেল পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় রাজেন্দ্রপুর স্টেশনে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস এবং কাওরাইদ স্টেশনে ঢাকাগামী ব্রক্ষ্মপুত্র এক্সপ্রেস যাত্রাবিরতি করছে। পরে রাজেন্দ্রপুর স্টেশনে দাঁড়ানো মহুয়া এক্সপ্রেসের ইঞ্জিন খুলে বিকল হওয়া কমিউটার ট্রেনের সাথে সংযুক্ত করে ট্রেনটি শ্রীপুর স্টেশনে দাঁড় করিয়ে দুপুর সাড়ে ১২ টায় দুই ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বাঘড়া চরের মাটি লুট

সংবাদটি শেয়ার করুন