শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে মধ্যরাতে আগুনে পুড়ে ছাই ৬৫ দোকান

পঞ্চগড়ে মধ্যরাতে আগুনে পুড়ে ছাই ৬৫ দোকান

পঞ্চগড় শহরের শুঁটকি বাজার এলাকায় অগ্নিকাণ্ডে অর্ধ-শতাধিক দোকান পুড়ে গেছে।

শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে জেলা শহরের শুঁটকির বাজার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনার পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আড়াই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে বোদা ও আটোয়ারী থেকে ফায়ার সার্ভিসের চার ইউনিটের সদস্যরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতে তারা দোকানপাট বন্ধ করে বাসায় চলে যান। গভীর রাতে মার্কেটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময়ের মধ্যে তাদের মুরগির দোকান, মাংসের দোকান, কসমেটিকস, চিড়া-মুড়ির দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি হয়েছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোজাম্মেল হক। এদিকে শুক্রবার গভীর রাতে পঞ্চগড়ের শহরের শুঁটকি বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক জানান, গভীর রাতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ ঘটনায় প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে। জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শুকনো খাবার, চাল ও নগদ অর্থ প্রদান করা হবে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  গুজবের পোস্টে লাইক, কমেন্ট-শেয়ার করলেই আইনানুগ ব্যবস্থা

সংবাদটি শেয়ার করুন