শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুনকরে ডেঙ্গু আক্রান্ত ৮৮৮ জন, মৃত্যু ৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ৮৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৪৮ জনে। নুতন করে ৫ জনের মৃত্যু সহ এবছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১৯২ জন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪৭৫ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪১৩ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৯১৫ জন। আর ঢাকার বাইরে ভর্তি আছেন এক হাজার ৩৩৩ জন।

চলতি জানুয়ারি থেকে আজ (১০ নভেম্বর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৪৮৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৩ হাজার ৪৬ জন।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় দেশের মর্যাদা বাড়াচ্ছে সেনাবাহিনী: প্রধানমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন