ঢাকা | শুক্রবার
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে আ. লীগের সম্মেলন ১০ ডিসেম্বর

চাঁদপুরে আ. লীগের সম্মেলন ১০ ডিসেম্বর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং দলকে সুসংগঠিত করার লক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের অন্তর্গত প্রতিটি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে জরুরি মতবিনিময় সভা করেছে আওয়ামী লীগ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের হুইপ এর কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসহ চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা আ.লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। আগামী ২৬ নভেম্বর হাজীগঞ্জ, ২৭ নভেম্বর শাহরাস্তি, ৫ ডিসেম্বর হাইমচর, ৬ ডিসেম্বর চাঁদপুর সদর ও পৌর এবং ৮ ডিসেম্বর কচুয়া উপজেলা আ. লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

তবে, মতলব উত্তর ও ফরিদগঞ্জ উপজেলা আ.লীগের সম্মেলনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্তে জানানো হবে।

এছাড়া আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের সব উপজেলা ও পৌর আ. লীগের সম্মেলন শেষে আগামী ১০ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলেনর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। সভায় উপস্থিত ছিলেন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগ কর্তৃক সাংগঠনিক টিম সদর উপজেলার টিম প্রধান আব্দুর রব ভূঁইয়া, সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগ কর্তৃক সাংগঠনিক টিম পৌর টিম প্রধান ডা. জে আর ওয়াদুদ টিপু,  জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ কর্তৃক সাংগঠনিক টিম হাইমচর উপজেলার টিম প্রাধন আহসান উল্লাহ আখন্দ, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু নাসের বাচ্চু পাটোয়ারীসহ প্রতিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সংবাদটি শেয়ার করুন