শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা মামলা: ২ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা মামলা ২ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লার শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর কুপিয়ে হত্যার অপরাধে ২ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন—মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বাচ্চু মিয়া এবং একই গ্রামের মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে আমির হামজা।

রাষ্ট্রপক্ষে মামলাটির শুনানি করা আইনজীবী প্রদীপ কুমার দত্ত বলেন, ২০১৮ সালের ৫ মার্চ বাচ্চু মিয়া ও আমির হামজা ১০ এক শিশুকে ধর্ষণের পরে কুপিয়ে হত্যা করেন। শিশুটির শরীরে ১৩টি জায়গায় আঘাতের চিহ্ন ছিল। ওই ঘটনায় শিশুটির বাবা মনোহরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় রায় ঘোষণার সময় আসামিরা আদালতেই উপস্থিত ছিল। আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হবে।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  'আওয়ামীলীগ সরকার মদিনা সনদের বাহিরে কোন কাজ করে না'

সংবাদটি শেয়ার করুন