শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আয়েশি-বিলাসী প্রকল্প নেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

আয়েশি-বিলাসী প্রকল্প নেওয়া যাবে না প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়েশি-বিলাসী প্রকল্প নেওয়া থেকে বিরত থাকার জন্য আদেশ দিয়েছেন। আগামীতে বড় প্রকল্প গ্রহণে ফিজিবিলিটি স্টাডি গভীরভাবে পর্যালোচনা করার বিষয়ে জোর দিয়েছেন।

তবে, গ্রামীণ ছোট প্রকল্প বা কল্যাণমুখী প্রকল্পে আপস করার প্রতি নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার (৮ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জানান।

শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বিস্তারিত তুলে ধরেন।

দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনাবাদি জমি খুঁজে বের করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মন্ত্রিপরিষদ সচিবকে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তায় এসব অনাবাদি জমি খুঁজে চাষযোগ্য করে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।

উৎপাদন বাড়িয়ে এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। জমিতে নানা ধরনের চাষাবাদ করতে হবে। প্রধানমন্ত্রী কেবিনেট সচিবকে নির্দেশ দিয়েছেন ডিসিরা যেন অনাবাদি জমি খুঁজে বের করেন।

পরিকল্পনা কমিশন এক বছর যাবৎ কাজ নিয়ে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। বিশ্বব্যাপী মন্দা চলছে তাই অপচয় কমানোর পাশাপাশি মিতব্যয়ী হতে হবে বলেও প্রধানমন্ত্রী একনেক বৈঠকে জোর দিয়ে বলেছেন।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পিএসসির সুপারিশ ২ হাজার চিকিৎসক ও ৫ হাজার নার্স নিয়োগের

সংবাদটি শেয়ার করুন