শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

৮০ লাখ টাকার স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

৮০ লাখ টাকার স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

ভারতে পাচারকালে ৮০ লাখ টাকার স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় পাচারকারী যাত্রী সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

যশোরের বেনাপোল চেক পোস্ট থেকে সোমবার (৭ নভেম্বর) স্বর্ণ পাচারকালে তাকে গ্রেপ্তার করা হয়। শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতে সুকৌশলে স্বর্ণবার পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরীসহ একটি গোয়েন্দা দল বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট অবস্থান নেয়।

কাস্টমস এরিয়া পার হয়ে যাত্রী সিদ্দিকুর রহমান ইমিগ্রেশন কার্যক্রম শেষে ভারত প্রবেশের সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে বহনকরা স্বর্ণের বারের কথা অস্বীকার করলেও তার আচরণ সন্দেহজনক হওয়ায় তল্লাশি করে কোমরের বেল্টের সঙ্গে সেলাই করা কালো রঙের আলাদা কাপড় থেকে ৯টি স্বর্ণবার পাওয়া যায় যার বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকা। মোট ১ কেজি ৪৪ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়।

পাচারকারী যাত্রী সিদ্দিকুর রহমানকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন গাফ্‌ফার চৌধুরী

সংবাদটি শেয়ার করুন