ঢাকা | মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে ৫ মানবপাচারকারী গ্রেফতার, উদ্ধার ১

টেকনাফে ৫ মানবপাচারকারী গ্রেফতার, উদ্ধার ১

কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। একইসাথে পাচারকারীদের জিম্মায় থাকা মো. শাহেদ (১৭) নামে একজনকে উদ্ধার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম জানান উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার (৪ নভেম্বর) ভোরে এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- বেলাল (২০), আব্দুর রহমান (৫৫), আব্দুর রশিদ (২৭), জাহাঙ্গীর আলম (২৬) ও জাহাঙ্গীর (১৯)।

ওসি আব্দুল হালিম বলেন, টেকনাফে অভিযান চালিয়ে পাঁচ মানবপাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় এক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। মাদক পাচার প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন