শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
সাগর-রুনি হত্যা

তদন্ত প্রতিবেদন: পেছালো ৯৩ বার!

তদন্ত প্রতিবেদন পেছালো ৯৩ বার!

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় তারিখ ৯৩ বারের মত পেছালো। নতুন করে আদালত আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন।

আজ (৩১ অক্টোবর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও তদন্তকারী সংস্থা র‌্যাবের তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় নতুন দিন ধার্য করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদুল আলম আদালত নতুন এ তারিখ ধার্য করেন

সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আট জন। অন্য আসামিরা হলেন—বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ।

ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নির্মমভাবে খুন হন। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  সিত্রাং ভাঙেনি, ভেঙেছে কাদের গং

সংবাদটি শেয়ার করুন