শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন লেবাননের প্রেসিডেন্ট

পদত্যাগ করলেন লেবাননের প্রেসিডেন্ট

দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক বিপর্যয়ের মধ্যেই পদত্যাগ করলেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন।

রবিবার সরকারি বাসভবন ছেড়েছেন ৮৯ বছর বয়সী এ খ্রিস্টান প্রেসিডেন্ট, খবর: রয়টার্স।

লেবাননে চরম রাজনৈতিক সংকট, বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ঠিক এমনই সময় দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তার সময়ের মধ্যে দেশটিতে কয়েকটি বড় ধরনের আন্দোলন সামাল দিতে হয়েছে।

গত ছয় মাস ধরে নতুন সরকার গঠনের চেষ্টা চললেও দলগুলোর মধ্যে মতবিরোধ থাকায় এখনও স্থিতিশীলতা ফেরেনি লেবাননে।

বর্তমানে একটি তত্বাবধায়ক সরকার দেশটি পরিচালনা করছে। ২০১৬ সালে লেবাননের প্রেসিডেন্ট পদে বসেন মিশেল আউন। দায়িত্ব পেয়ে সে সময় সুন্নি রাজনীতিক সাদ আল-হারিরিকে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়েছিলেন।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  রাঙামাটির ১৬০০ পরিবারের পাশে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড

সংবাদটি শেয়ার করুন