শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

৬ দিনের সফরে বাংলাদেশে আসছেন জার্মান প্রতিনিধিদল

৬ দিনের সফরে বাংলাদেশে আসছেন জার্মান প্রতিনিধিদল

৬ দিনের সফরে বাংলাদেশে আসছেন জার্মান ফেডারেল অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়ের সংসদীয় স্টেট সেক্রেটারি ড. বারবেল কফলার, এমপি। ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে সফরে তিনি কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং ঢাকায় জার্মানি দূতাবাস আয়োজিত জার্মান-বাংলাদেশ উন্নয়ন সহযোগিতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

সম্প্রতি জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভুঁইয়া নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে সংবাদটি জানিয়েছেন। তিনি ১০ অক্টোবর দূতাবাসের মন্ত্রী (বাণিজ্যিক) সাইফুল ইসলামকে নিয়ে পার্লিমেন্টারি স্টেট সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করে সফরের আগে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য ভবিষ্যতের সহযোগিতা সম্পর্কে অবহিত করেন বলে তিনি জানান।

ড. বারবেল কফলার বাংলাদেশে সফরকালে যশোর ও খুলনার কিছু উন্নয়ন প্রকল্প এবং সম্ভব হলে পোশাক শিল্প পরিদর্শন করবেন।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  হিলি স্থলবন্দরে যমুনা ব্যাংকের উপশাখার উদ্বোধন

সংবাদটি শেয়ার করুন