শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা: ১০ বছরের দণ্ড

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা ১০ বছরের দণ্ড

রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ.ই. এম ইসমাইল হোসেন বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে এ দণ্ড দেন। ১০ বছর সশ্রম কারাদণ্ডের সাথে আসামিকে তিন লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

এজাহারে বলা হয়, রাঙামাটির কাপ্তাই উপজেলায় ২০২১ সালের ১২ এপ্রিল মাসে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা চালায় শরৎ তনচংগ্যা। ওই দিন সকাল ১১টার দিকে দেবাছড়া এলাকায় আসামি ওই স্কুলছাত্রীকে উঠিয়ে দেবাছড়ার দিকে নিয়ে যায়। এ সময় ধর্ষণের চেষ্টার সময় ভিকটিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসামি পালিয়ে যায়। পরদিন ১৩ এপ্রিল ভিকটিমের বাবা কাপ্তাই থানায় মামলা করেন। এ মামলায় আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেন আদালত।

আগামী ৯০ দিনের মধ্যে আসামিকে জরিমানার অর্থ জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। পরিশোধিত জরিমানার অর্থ ভিকটিম ক্ষতিপূরণ হিসেবে পাবে।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিকে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  আজ মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন