শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
বাঙালি নদীতে অবৈধ বালু উত্তোলন-----

বসতবাড়িতে পানি জমে দুর্ভোগ

বসতবাড়িতে পানি জমে দুর্ভোগ

বগুড়ার সারিয়াকান্দির বাঙালি নদী থেকে  ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু  উত্তোলনের কারেণ বসতবাড়ি ও রাস্তায় পানি জমে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।

সারিয়াকান্দি বাঙালি ব্রিজের উত্তর পাশে হিন্দুকান্দি গ্রামের নিকট বাঙালি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে হিন্দুকান্দি গ্রামের  ছামছুর রহমান (ছুনছু মেম্বার) এর জমি ভরাট করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ড্রেজার মেশিনের পানিতে  শিল্পপাড়াগামী পাকা রাস্তার কিছু অংশ এবং আশেপাশের বেশ কয়েকটি বসতবাড়িতে পানি জমে আছে। কোনো কোনো পরিবারের ল্যাট্রিন পানিতে ভরে গেছে। ড্রেজার মেশিনের পানিতে রাস্তা তলিয়ে যাওয়ায় এবং বসতবাড়িতে পানি জমে থাকায় দুর্ভোগে পড়েছে ওই এলাকার মানুষজন। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে ড্রেজার একজন কর্মচারি বলেন, রফিকুলের ড্রেজার মেশিন দিয়ে  ছুনছু মেম্বারের জমিতে বালু ভরাট করা হচ্ছে।

সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি সাংবাদিকদের বলেন, বিষয়টি জেনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব

সংবাদটি শেয়ার করুন