ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইএসজি শিক্ষা ও গবেষণায় আইসিএমএবি সেন্টার উদ্বোধন

ইএসজি শিক্ষা ও গবেষণায় আইসিএমএবি সেন্টার উদ্বোধন

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) সোমবার (১৭ অক্টোবর) আইসিএমএবি রুহুল কুদ্দুস মিলনায়তন, নীলক্ষেত, ঢাকায় ইএসজির শিক্ষা ও গবেষণা পরিচালনার জন্য আইসিএমএবি সেন্টার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।

এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স এর জন্য আইসিএমএবি সেন্টার সদস্য ও শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে জ্ঞানের আদান-প্রদান এবং এ বিষয়ে গবেষণা পরিচালনা করবে।

প্রধান অতিথি ছিলেন আইসিএমএবি‘র সাবেক প্রেসিডেন্ট মো. আব্দুল আজিজ এফসিএমএ এবং সম্মানিত অতিথি আইসিএমএবি‘র প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ এফসিএমএ উপস্থিত।

ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন এফসিএমএ, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিডিআরএল অনুষ্ঠানে থিম পেপার উপস্থাপন করেন। আইসিএমএবি‘র সেক্রেটারি এ.কে.এম. কামরুজ্জামান এফসিএমএ ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (ইউকে) আবু মোহাম্মদ শোয়েব এফসিএমএ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন।

বক্তাগণ সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে ইএসজি (ESG) অনুশীলন ত্বরান্বিত করার জন্য পেশাদার কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট এবং আইসিএমএবি‘র গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছেন।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন