শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালামসহ ২জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সুকাশ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন(৫০) এবং উপজেলার বামিহাল দশোপাড়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে মোঃ রুহুল আমিন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে সিংড়া উপজেলার বামিহাল বাজারে আধিপত্য বিস্তারের জেরে সাবেক ইউপি সদস্য আফতাবের নেতৃত্বে তাঁর কয়েক জন অনুসারী বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের অনুসারী রুহুল আমিন ও আবু মুসার দোসাপাড়ার বাড়িতে হামলা চালায়। এর জেরে কিছুক্ষণ পর রুহুল ও মুসা তাদের লোকজন নিয়ে বামিহাল বাজারে এসে সেখানে থাকা আফতাব ও তার লোকজনের উপর হামলা চালায়। এসময় তাঁরা আফতাবকে ধারালো অস্ত্র দ্বারা এলোপাথাড়ি কোপায়। এসময় স্থানীয়রা আফতাবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ রুহুল আমিন নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

সহকারি পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার বলেন, এ ঘটনার পর এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  আগামী ১৭ মার্চ পূর্বাচলে বাণিজ্যমেলার উদ্বোধন

সংবাদটি শেয়ার করুন