ঢাকা | রবিবার
২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মা’কে বাঁচাতে চলন্ত লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ ছেলে

মা’কে বাঁচাতে চলন্ত লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ ছেলে

চলন্ত লঞ্চ থেকে ঝাঁপ দিলেন মা অতঃপর মা’কে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন ছেলে নাঈম হোসেনও (২১)।

মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চঘাটের বিপরীতে চর কিশোরগঞ্জ এলাকায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছ। নিখোঁজ নাঈম শরীয়তপুরের সখীপুর থানার আক্তার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নাঈম হোসেন তার মা জামিরুন বেগম (৪০) ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাইজিদ জুনাইদ-১ লঞ্চ করে শরীয়তপুর ধুলারচর থেকে ঢাকা সদরঘাটের দিকে যাচ্ছিলেন। বেলা ১২টার দিকে লঞ্চটি মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চঘাটের বিপরীতে চর কিশোরগঞ্জ এলাকায় আসে।

এ সময় ছেলের সঙ্গে অভিমান করে চলন্ত লঞ্চ থেকে জামিরুন বেগম নদীতে লাফিয়ে পড়েন। মাকে বাঁচাতে নাঈমও লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন। এরপর পানিতে ডুবে যায় নাঈম। স্থানীয় এক ট্রলার চালক মাকে উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন ছেলে।

স্থানীয় পাগলা কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, নিখোঁজ যুবককে উদ্ধারে পাগলা কোস্টগার্ড ও পুলিশের দুটি উদ্ধারকারীদল এবং একটি ডুবুরিদল কাজ করছে বলে নিশ্চিত করেছেন।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন