শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আবরার ফাহাদের স্মরণ সভায় ছাত্রলীগের হামলা, আহত ১৩

আবরার ফাহাদের স্মরণ সভায় ছাত্রলীগের হামলা, আহত ১৩

বুয়েট ছাত্র আবারার ফাহাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় ছাত্রলীগ কর্তৃক হামলার অভিযোগ উঠেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের অন্তত ১৩ জন নেতা কর্মী আহত হয়েছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানায় ঢাবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন।
জানা যায়, শুক্রবার (৭ অক্টোবর ২০২২) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ। সভাটি রাজু ভাস্কর্যের পাদদেশে বিকেল ৩ টায় শুরু হলে প্রথমে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মো. আলামীন রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খানের নেতৃত্বে একদল নেতাকর্মী বাধা দেয়। পরে লাঠি সোটাসহ শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ৩০০-৩৫০ জন ছাত্রলীগের নেতাকর্মী হামলা চালায়।

হামলায় ছাত্র অধিকার পরিষদের ১৩ জন নেতাকর্মী আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঢাবি শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন বলেন, আমরা সুষ্ঠু ভাবে বুয়েটে নির্মম ভাবে হত্যার স্বীকার হওয়া আবরার ফাহাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করছিলাম। কিন্তু ছাত্রলীগ হঠাৎ এসে আমাদের উপর আক্রমণ করে। আমাদের কে নির্মম ভাবে বিনা দোষে মারে। এতে আমাদের ১৩ জন আহত হয়েছে। যার মধ্যে ৫-৬ জনের অবস্থা খুবই গুরুতর।

তবে হামলার বিষয়টি অস্বীকার করে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো জঙ্গীবাদ, মৌলবাদের ঠিকানা হতে পারে না। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের মাধ্যমে জঙ্গী কার্যক্রম পরিচালনা করতে চায়। তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। যা সাধারণ শিক্ষার্থীদের মনে আঘাত হানে। ফলে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করেছে।

আরও পড়ুনঃ  যারা কৃষকের পাশে দাঁড়িয়েছে তাদের ধন্যবাদ : প্রধানমন্ত্রী

এ বিষয়ে জানার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি।

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন