শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
হবিগঞ্জে যানজট নিরসনের উদ্যোগ

লাইসেন্সবিহীন অটোরিক্সা আটক

লাইসেন্সবিহীন অটোরিক্সা আটক

হবিগঞ্জ শহরে তীব্র যানজটে নাকাল সাধারণ মানুষ। সকাল থেকে রাত ৯টা পর্যন্ত যানজট লেগেই থাকে। এতে করে ঘণ্টার পর ঘণ্টা গুরুত্বপূর্ণ সময় চলে যায় যানজটের কবলে। তাছাড়া শহরে অবাধে বেড়েই চলেছে লাইসেন্সবিহীন অটোরিক্সা। প্রতিদিন শহরের আনাছে-কানাছে যানজট সৃষ্টি হচ্ছে। এতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।

এদিকে, যানজট নিরসনে ৬৫টি লাইসেন্সবিহীন অটোরিক্সা আটক করেছে হবিগঞ্জ পৌরসভা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে এ অটোরিক্সাগুলো আটক করা হয়। এর আগে কয়েকদিন ধরে শহরের অবৈধ যানবাহন ও লাইসেন্সবিহীন অটোরিক্সা চলাচল না করতে মাইকিং করে হবিগঞ্জ পৌরসভা। তাছাড়া স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেও চালকদের বিষয়টি অবগত করা হয়।

হবিগঞ্জ পৌরসভার লাইসেন্স পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, শহরের অবৈধ যানবাহন ও লাইসেন্সবিহীন অটোরিক্সা চলাচলে যানজটের সৃষ্টি হচ্ছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে যানজট নিরসনের লক্ষে ৬৫টি লাইসেন্সবিহীন অটোরিক্সা আটক করা হয়েছে। এর আগে শহরের লাইসেন্সবিহীন অটোরিক্সা চলাচল না করতে চালকদের সতর্ক করে পৌর কর্তৃপক্ষ।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  হুমকির মুখে মৃৎশিল্প, বছরে ক্ষতিগ্রস্ত ৫ কোটি টাকা

সংবাদটি শেয়ার করুন