শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
বালাশুর-নতুন বাজার সড়ক----

বেহাল সড়কে ভোগান্তি

বেহাল সড়কে ভোগান্তি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুর চৌরাস্তা থেকে বিএমপুর জাদুঘর হয়ে নতুন বাজার প্রায় দুই কিলোমিটার বেহাল রাস্তায় হাজার হাজার মানুষের যাতায়াতে ভোগান্তি হচ্ছে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচলের ফলে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিনের সংস্কারের অভাবে বেহাল সড়কে মাটি-বালুবাহী অসংখ্য ড্রামট্রাক ও মাহিন্দ্র ট্রলির ওভারলোডিংয়ে সড়কটি দিনদিন আরও নাজুক হয়ে পড়ছে।

সরেজমিনে দেখা যায়, সড়কটির বালাশুর সরকারি শিশু পরিবার, বিক্রমপুর জাদুঘর ও নতুন বাজার পর্যন্ত রাস্তার অংশে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া বৃষ্টির ঢলের পানির তোড়ে সড়কের বিভিন্ন স্থান ভেঙ্গে পড়েছে। অপরদিকে ঢাকা-শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কের সংযোগ সড়কটির বালাশুর চৌরাস্তার অংশে প্রায় ৬শ’ থেকে ৭শ’ ফুট রাস্তা বছরজুড়ে জলাবদ্ধ থাকে। পানি নিস্কাশন ব্যবস্থা না থাকার ফলে রাস্তায় ময়লা আবর্জনাযুক্ত কাঁদামাটি জমে থাকতে দেখা গেছে।

ইজিবাইক, মোটরসাইকেল, মালবাহী পিকআপ ভ্যানসহ অন্যান্য যানবাহন চালকরা জানায়, বেহাল রাস্তায় গাড়ী চালাতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন তারা। এলাকাবাসী জানান, রাঢ়িখাল ও ভাগ্যকূল ইউনিয়নবাসীর জন্য বালাশুর-নতুন বাজার সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার, ধর্মীয় প্রতিষ্ঠানসহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান থাকার ফলে প্রতিদিন এ সড়কে হাজার হাজার মানুষের যাতায়াত করছেন। বেহাল রাস্তার কারণে প্রতিনিয়ত পথচারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। রহস্যজনক কারণে দীর্ঘদিন সড়কটির কোন সংস্কার কাজ হচ্ছে না। ভুক্তভোগীরা বলছেন, এ অঞ্চলের কৃষিপণ্য বাজারজাত করতে ও জরুরী ভিত্তিতে অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে ভাঙাচূরা রাস্তার কারণে চরম ভোগান্তিতে পরতে হচ্ছে। অপরদিকে ভাঙা রাস্তাজুড়ে প্রচুর পরিমানে ধূলোবালির সৃষ্টি হচ্ছে। জনসাধারণের দুর্ভোগ লাঘবে রাস্তার দ্রুত সংস্কার করা জরুরী। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টজনদের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  ফিলিপাইনে বন্যা-ভূমিধসে প্রাণহানি ৭২

রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো. রফিক মোল্লা জানান, ব্যস্ততম সড়কটির অবস্থা খুবই নাজুক। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করছেন। ২নং ওয়ার্ড সদস্য মো. সুলতান বলেন, আমরা রাস্তার বিষয়ে সংশ্লিষ্টজনদের সাথে আলাপ আলোচনা করছি।

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন